ভাঙ্গুড়ায় ভাষা শহীদদের প্রতি এমপি মকবুল হোসেনের শ্রদ্ধা নিবেদন
|
![]() মোঃ আব্দুল আজিজ স্টাফ রিপোর্টার:- মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিন্ম্র শ্রদ্ধা জানাতে ভাঙ্গুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। এ দিবসকে সামনে রেখে ভাঙ্গুড়া উপজেলার বাস স্টান্ডে কেন্দ্রীয় শহীদ মিনারে ২০ ফেব্রুয়ারী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা অংশ নেন। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল শহীদ মিনারে পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা জানান। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকিবিল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান ও সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইনের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা,উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধারা, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঃ ফয়সাল বিন আহসানের নেতৃত্ব পুষ্পস্তবক প্রদান করেন। পরে আওয়ামী যুবলীগ,সেচ্ছাসেবক লীগ,কৃষক লীগ,ছাত্রলীগ, শ্রদ্ধা নিবেদন করেন। এর পর সরকারী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ , ভাঙ্গুড়া সরকারী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়, ভাঙ্গুড়া প্রেসক্লাব, সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবি সংঘঠন, পুলিশ, আনছার, ফায়ার সার্ভিস সহ হাজারো সর্বস্তরের মানুষ ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক প্রদান করেন। পরে শহীদ মিনার প্রাঙ্গনে ভাষা শহীদদের শ্মরন করে অলোচনা সভা অনুষ্ঠিত হয়
|