পটুয়াখালীর গলাচিপায় এ কেমন শত্রুতা, ফলন্ত সাড়ে ৬ হাজার তরমুজ গাছ শেষ
|
![]() মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী । পটুয়াখালীর গলাচিপায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধর ও রাতের আধাঁরে সাড়ে ৬ হাজার ফলন্ত তরমুজ গাছ কর্তন করে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি এবং থানায় অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার। অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গ্রামর্দন গ্রামের মো. গিয়াস উদ্দিন হাওলাদার এর ২ একর জমির ফলন্ত তরমুজ গাছ গতকাল গভীর রাতে মো. জহিরুল মৃধা, মো. মনিরুল মৃধাসহ ৯ জনের নাম উল্লেখ করে আরও ৫ জন অজ্ঞাত দেখিয়ে গিয়াস উদ্দিনের স্ত্রী আছমা বাদী হয়ে গলাচিপা থানায় অভিযোগ দায়ের করেছেন। এছাড়া শুক্রবার দুপুর পৌনে ১ টার সময় গিয়াস উদ্দিন তরমুজ ক্ষেতে সার প্রয়োগ করার সময় হঠাৎ আসামিরা অতর্কিত হামলায় গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আঘাত গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার জানান, মারধর করার ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তরমুজ গাছ কাটার ব্যাপারে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন, বিস্তারিত জেনে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |