মেহেন্দিগঞ্জের মনিরের লাশ কুমিল্লা থেকে উদ্ধার
|
![]() মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ- মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের কাছিমা গ্রামের রহমত আলী মোরাদারের ছেলে মনির হোসেন(৪০) এর লাশ কুমিল্লার একটি বিল থেকে পুলিশ উদ্ধার করে। গতকাল সকাল ৯ টায় কুমিল্লা নগরীর ২২নং ওয়ার্ডে শ্রীবল্লভপুর পূর্ব পাড়ার উত্তর পাত্তো নামের একটি বিলে ফসলের জমিতে এক কৃষক কাজ করতে গেলে হঠাৎ একজন মৃত লোককে দেখতে পায়, পরে স্হানীয় লোকজন পুলিশকে বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জমি থেকে লাশটি উদ্ধার করে শুকনো জায়গায় তুললে অনেকে লোকটিকে চেনার চেষ্টা করে কিন্তু স্হানীয়রা মৃত লোকটিকে শনাক্ত করতে পারেনি। পরে পুলিশের তত্ত্বাবধানে মৃত লোকটির গায়ে থাকা গেন্জি আর প্যান্ট সার্চ করে শুধুমাত্র একটি খালি সিগারেটের প্যাকেট আর একটি গ্যাস-লাইট ছাড়া আর কিছুই পায়নি। পরে CID টিম এসে সর্বপ্রথম মৃত লোকটির ফিঙ্গার-প্রিন্ট থেকে তার পরিচয় শনাক্ত করে.লোকটির নাম- মনির হোসেন থানাঃ মেহেন্দিগঞ্জ, উপজেলাঃ মেহেন্দিগঞ্জ, জেলাঃ বরিশাল, বয়সঃ আনুমানিক ৪০-৫০ এর মধ্যে। পরে পুলিশদের ফরেনসিক টিম এসে প্রাথমিকভাবে ধারনা করছে যে, মৃত লোকটিকে কিছু খাইয়ে অবচেতন করে পরে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছ বলে প্রাথমিক ধরনা করা হচ্ছে। কুমিল্লা পুলিশের পক্ষ থেকে মেহেন্দিগঞ্জ থানায় ম্যাসেজ পাঠালে তার আত্মীয় স্বজন ঘটনা জানতে পারে। পোস্টমর্টেম শেষে লাশটি বাড়িতে নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |