গৌরনদীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
|
![]() মোঃ রফিকুল ইসলাম সবুজ গৌরনদী প্রতিনিধি বরিশালের গৌরনদীতে প্রণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, ক্ষুদ্র খামারি উদ্যোক্তাদের প্রতিকুল পরিবেশ মোবাবেলায় সক্ষমতা বৃদ্ধিসহ নানাবিধ পরামর্শ প্রদানের লক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে, গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল, মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আ:জলিল, মহিলা বিষয়ক কর্মকর্তা যাহানারা পারভীন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা খান মো.মনিরুজ্জামান, পল্লী বিদ্যুতের কর্মকর্তা জুলফিকার আলী হায়দার, সেরা খামারী শামীম সহ অন্যান্যরা। ১দিন ব্যপী প্রদর্শনীতে ১৭ জনের বিভিন্ন জাতের গববাদি পশু পালকারীদের মধ্যে পুরষ্কার হিসেবে নগদ টাকার চেক প্রদান করা হয়। শেষে অতিথিরা ফিতা কেটে প্রদর্শনীর উদ্ধোধন করে বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।
|