হিলিতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন
|
![]() মোহাম্মদ লুৎফর রহমান, হিলি প্রতিনিধি:- দিনাজপুরের হিলিতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন দিনাজপুর ৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক। এ উপলক্ষে উপজেলা চত্বরে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন খামারীদের নিয়ে ৪৮টি পশুপাখির স্টল বসানো হয়েছে। পরে সেখানে এক আলোচনাসভা উপজেলা ভেটেনারী সার্জন ডা. রতন কুমার ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ আলম, পৌর মেয়র জামিল হোসেন ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা। প্রাণিসম্পদের প্রদর্শনীয় মেলায় রয়েছে, উন্নত জাতের গরু, ছাগল, ঘোড়া, মুরগী, দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির পাখি ও কবুতর। এছাড়াও বসানো হয়েছে পশু খাদ্যের স্টলও।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |