শফিউর রহমান কামাল ঃ*গত ২৪ ঘন্টায় মোবাইল কোর্ট ও জনসচেতনতা কার্যক্রমের তথ্যঃ*
একনজরে গত ২৪ ঘন্টার মোবাইল কোর্ট অভিযানের তথ্য
মোট মোবাইল কোর্টঃ ০৩ টি
মোবাইল কোর্টসহ মোট সচেতনতা কার্যক্রমঃ ১৩টি
মোট মামলাঃ ১৬ টি
মোট জরিমানাকৃত প্রতিষ্ঠানঃ ০ টি
মোট জরিমানাকৃত ব্যক্তিঃ ১৬ জন
মোট কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিঃ ০
সর্বমোট জরিমানা আদায়ঃ ৬,৮০০ টাকা
আজ সকাল
বরিশাল জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস, এম, অজিয়র রহমান এঁর নির্দেশনায় আজ ২৬.০৬.২০২০ তারিখ সকাল ১০:৩০ ঘটিকা থেকে দুপুর ১:০০ ঘটিকা পর্যন্ত বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নাজমূল হুদা। এ সময় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মেনে শারীরিক দূরত্ব উপেক্ষা করা ও মাস্ক না পরার দায়ে জনাব আকমল ও পরিতোষ কে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী ৫০০ করে মোট ১০০০ টাকা জরিমানা করা হয়। বরিশাল মহানগরীর বিভিন্ন শপিংমল ও বাজার স্বাস্থ্যবিধি মানার শর্তসাপেক্ষে খোলা রাখার অনুমতি প্রদান করা হয়েছিল। কিন্তু রুপাতলী তে একটি ওষুধের দোকানের বিক্রয়কর্মী মাস্ক না পরে কেনাবেচা করছিল। বিক্রয়কর্মী জনাব শাহ আলম দোষ স্বীকার করলে তাকে একই আইনে ১০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ও আল আমিন, আমিনুল, রাকিব সহ মোট ৬ পথচারী ও ক্রেতাকে স্বাস্থ্য বিধি না মানা ও মাস্ক না পরার কারণে সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৫ (২)ধারায় মোট ৩০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া রুপাতলী , সদর রোড, পুলিশ লাইনসহ অন্যান্য এলাকায় স্বাস্থ্যবিধি মানার বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা হয় ও জেলা প্রশাসক বরিশাল এঁর পক্ষ হতে মাস্ক বিতরণ করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে র্যাব-৮ এর একটি বিশেষ টিম।
এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সরকার কর্তৃক গণপরিবহন চলাচলের অনুমোদন প্রদান করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বাসগুলো যাত্রী তুলছে কিনা এবং সরকার নির্ধারিত ভাড়া আদায় করা হচ্ছে কিনা তা মনিটরিং করার জন্য বরিশালের ভাটার খাল, চৌমাথা ও নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় সকাল ১১:০০ টা থেকে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রাব্বী। এসময় স্বাস্থ্যবিধি ও নির্ধারিত ভাড়া তালিকা মেনে চলতে প্রতিটি বাস কাউন্টারে নির্দেশনা প্রদান করা হয় এবং যাত্রীদের মাস্ক ব্যবহার সহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। অভিযানকালে নগরীর ভাটার খাল, চৌমাথা ও নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় মাস্ক না পরে ঘোরাফেরা করার ফলে অবহেলাজনিত কার্যক্রমের মাধ্যমে সংক্রামক রোগের বিস্তার ঘটতে পারে এমন অপরাধ সংঘটনের জন্য ০৩ জন যাত্রী ও পথচারীকে মোট ৭০০/- টাকা অর্থদন্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়।
গতকাল বিকালঃ
কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে নিরাপদ সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণজমায়েত বন্ধ ও স্বাস্থ্যবিধি প্রতিপালন বাস্তবায়নে শুরু থেকেই বরিশাল জেলা প্রশাসন নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যেই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সরকার কর্তৃক গণপরিবহন চলাচলের অনুমোদন প্রদান করা হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য জন্য বরিশালের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রট এস, এম, অজিয়র রহমানের নির্দেশে গতকাল বিকেল ৪:০০ ঘটিকা থেকে লঞ্চঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন। অভিযান চলাকালে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে যাতায়াতের জন্য সচেতন করা হয়। লঞ্চের টিকেট কাউন্টারে স্বাস্থ্যবিধি মেনে টিকেট বিক্রি নিশ্চিত করা হয়। এসময় মাস্ক ব্যবহার না করায় ৪ ব্যক্তিকে দন্ডবিধি,১৮৬০ এর ২৬৯ ধারায় মোট ১১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম সহায়তা করে।
এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য জেলার প্রতিটি মোড়ে মোড়ে এবং এলাকার গলিতে গলিতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস, এম, অজিয়র রহমান সদা সচেষ্ট এবং তাঁর নির্দেশনায় নিয়মিত জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসন কতৃক পরিচালিত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।