উজিরপুরে হতদরিদ্রদের মাঝে ভ্যানগাড়ী বিতরন করেন উপজেলা চেয়ারম্যান
|
![]() উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে হতদরিদ্রদের মাঝে ভ্যানগাড়ী বিতরন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। প্রধানমন্ত্রীর ভিক্ষুক পূর্নবাসন কর্মসুচির আওতায় উপজেলা প্রসাসনের উদ্যোগে ভ্যানগাড়ী বিতরন করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি সোমবার বেলা ১১ টায় উপজেলা সমাজসেবা অফিসের সামনে ২টি ভ্যানগাড়ী বিতরন করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ,ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার, উপজেলা ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মেহেদি হাসানসহ কর্মকর্তা কর্মচারী বৃন্দ। এসময় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার দেশকে ভিক্ষাকমুক্ত ও বেকারত্ব দূরীকরনের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিভিন্ন সহয়তা প্রদান করেছেন।এরই অংশ হিসেবে উজিরপুরে হতদরিদ্রদের মাঝে ভ্যানগাড়ী বিতরন করা হয়েছে।ভবিষ্যতে পর্যায়ক্রমে দারিদ্র্যতার অভিশাপ থেকে উপজেলা কে মুক্ত করার লক্ষে সরকারের সকল ধরনের সহায়তা সুষম বন্টন করা হবে।উন্নয়ন নিশ্চিত করার জন্য উপজেলায় বিভিন্ন কর্মসুচি হাতে নেয়া হয়েছে।এছাড়াও তিনি আরো বলেন যোগ্যপাত্রে সহায়তা সঠিকভাবে বন্টন করার জন্য উপজেলার প্রতিটি দপ্তরেই প্রতিনিয়ত খোঁজ খবর নেয়া হচ্ছে। সরকারের এ উন্নয়নে কাউকে বাধা সৃষ্টি করতে দেয়া হবেনা। উজিরপুরকে ঢেলে সাজাতে হবে। ইতিমধ্যে আমাদের উপজেলার বি.এন.খান কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এইচ.এস.সি পরিক্ষায় শিক্ষার্থীরা ভাল ফলাফল অর্যন করে তাক লাগিয়ে দিয়েছে। অচিরেই উপজেলাকে ডিজিটাল উপজেলায় রুপান্তিরিত করার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের বহুতল ভবন নির্মান করা হয়েছে। রাস্তা -ঘাট পাকাকরন এবং অসহায় মানুষদের সরকারের সকল সহয়তা সঠিক ও সুষম ভাবে বন্টন করে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সর্বাত্বক চেষ্টা চালানো হচ্ছে।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |