এইচএসসিতে সেরা খানসামা উপজেলায় জমিরউদ্দীন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
|
![]() মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ পরিবারের অস্বচ্ছলতা সাথে অসচেতনতা আর প্রত্যন্ত অঞ্চলে বাল্যবিবাহ সবকিছু যেন শিক্ষাক্ষেত্রে নারীদের অগ্রগতির বড় বাধা৷ সেই সবকিছুকে উপেক্ষা করে এবার ২০২২ শিক্ষাবর্ষের এইচএসসি ফলাফলে দিনাজপুরের খানসামা উপজেলায় প্রথম হয়েছে নারী শিক্ষার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ও পাকেরহাটে অবস্থিত জমির উদ্দীন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।
খোঁজ নিয়ে জানা যায়, এবছর মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য শাখার ১৬২ ছাত্রীর মধ্যে ৪ জন অনুপস্থিত ছিল। ১৫৮ জন ছাত্রীর মধ্যে ১৫৩ জন শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে মানবিক বিভাগে ৩ জন, বাণিজ্যে ১ জন ও বিজ্ঞান বিভাগে ৪ জন।
এ বিষয়ে জমিরউদ্দীন শাহ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহরিয়ার জামান শাহ নিপুণ বলেন, গ্রামাঞ্চলে নানা প্রতিকূলতা ও অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও আন্তরিকতা, শিক্ষক ও সকল কর্মচারীদের প্রচেষ্টা এবং ছাত্রীদের পরিশ্রমের ফলে এই ফলাফলে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো। শিক্ষক ও ছাত্রী সবারই স্বদিচ্ছা ও চেষ্টায় এই ফলাফল সম্ভব হয়েছে। এই ফলাফলের ধারাবাহিকতা ও প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে সকলের সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |