খানসামায় জনপ্রতিনিধি ও জনসাধারণের মাঝে জেলা পরিষদ সদস্য শরিফুল প্রধানের ২০ হাজার মাস্ক বিতরণ
|
![]() মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার ৬ ইউনিয়ন পরিষদে করোনা প্রতিরোধে জনসাধারনের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চেয়ারম্যান, সচিব, হিসাব সহকারী, সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য ও জনসাধারণের মাঝে জেলা পরিষদ সদস্য শরিফুল ইসলাম প্রধানের ব্যক্তিগত উদ্যোগে ২০ হাজার মাস্ক ও ৫০০ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য বিধি মেনে চলতে জনসাধারণের মাঝে প্রায় ৩ হাজার মাস্ক বিতরণ করেন জেলা পরিষদ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম প্রধান। এর আগে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ৬ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে চেয়ারম্যান ও সদস্য-সদস্যাদের মাঝে এসব মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। এছাড়াও জনসাধারণের মাঝে বিতরণের লক্ষ্যে ইউনিয়ন পরিষদকে এক হাজার কম্বল এবং জেলা পরিষদ হতে প্রদত্ত শতাধিক খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। |
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |