নিজস্ব প্রতিবেদক :- বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল ইউনিয়ন পরিষদের সাবেক প্রেসিডেন্ট মরহুম আ. খালেক সেরনিয়াবাতের ৫৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
মরহুম আ. খালেক সেরনিয়াবাত স্বাধীন দেশের প্রথম কৃষি, সেচ ও পানি সম্পদ মন্ত্রী, বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাতা, ’৭৫এর ১৫ আগষ্ট জাতির পিতার পরিবারের সাথে শহীদ হওয়া আব্দুর রব সেরনিয়াবাতের বাবা এবং মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্ল¬াহ -এমপি’র দাদা।
গৈলা মডেল ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার সকালে পরিষদের হল রুমে চেয়ারম্যান শফিকুল হোসেন টিটুর সভাপতিত্বে স্মরণ সভায় মরহুমের কর্মময় জীবনীর উপর বিস্তারিত আলোচনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুস সাত্তার মোল্লা, গৈলা ইউপি সাবেক চেয়ারম্যান দুলাল দাসগুপ্ত।
অন্যদিকে এমপি আবুল হাসানাত আবদুল্লাহর উদ্যোগে মরহুম খালেক সেরনিয়াবাতের নিজ বাড়ি উপজেলার সেরাল গ্রামে তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে দিন ব্যাপী কোরআন খতম, বাদ আছর মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
একই দিন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাদ আছর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে মরহুম আ. খালেক সেরনিয়াবাতের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদে সরকারী কর্মকর্তাগন, রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় মুসুল্লীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি পঠিত : ১৩৭
৩১