গণপিটুনিতে উত্তরবঙ্গের কুখ্যাত মোটরসাইকেল চোর বাটুলের মৃত্যু
|
![]() মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরে মোটরসাইকেল চুরি করতে গিয়ে গণপিটুনিতে উত্তরবঙ্গের কুখ্যাত মোটরসাইকেল চোর রবিউল ইসলাম ওরফে বাটুল (৪০) নিহত হয়েছেন। নিহত বাটুল খানসামা উপজেলার ভান্ডারদহ গ্রামের আব্দুল কাদেরের ছেলে। খোঁজ নিয়ে জানা যায়, বুধবার রাত ৮টায় বাটুল সদর উপজেলার সদরপুর চাকারবাজারে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি করার সময় স্থানীয় জনগন তাকে দেখতে পেয়ে ধাওয়া করে। পরে সদরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে জনগন তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে কোতয়ালী থানা পুলিশ রাত পৌনে ১০টায় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করায়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, বাটুল একজন কুখ্যাত চোর। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির একাধিক মামলা রয়েছে। তার মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। |
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |