খানসামায় মসজিদ থেকে বের হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
|
![]() মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় মাগরিবের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হওয়ার সময় মোটরসাইকেল ধাক্কায় মমির উদ্দিন (৭২) নামে এক বৃদ্ধ মৃত্যুবরণ করেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক জহির উদ্দীন (৪০) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার খানসামা থেকে কাচিনীয়া পাকা সড়কের বেলপুকুর নামক স্থানে। নিহত ব্যক্তি বেলপুকুর এলাকার বাসিন্দা ও আহত জহির খানসামা হলদীপাড়ার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনের সাথে কথা বলে জানা যায়, নিহত মমির উদ্দিন বুধবার মাগরিবের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হওয়ার সময় মোটরসাইকেল ধাক্কায় সড়কের উপর পড়ে ঘটনাস্থলেই মারা যায়। বিষয়টি নিশ্চিত করে ওসি খানসামা কামাল হোসেন বলেন, এধরণের মৃত্যু কাম্য নয়। সকলের সচেতনতা ছাড়া দূর্ঘটনা থামবে না। তাই সকলকে সচেতন হতে হবে। তিনি আরো বলেন, পরিবারের কোন আপত্তি না থাকায় নিহতের দাফন সম্পন্ন করেন স্বজনরা। |
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |