খানসামায় এক রাতে ৮ গরু চুরি, খামারীদের মাঝে আতঙ্ক
|
![]() মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী গ্রামে এক রাতেই ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে খামারিদের মাঝে চোর আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ভেড়ভেড়ী গ্রামের গোয়ালপাড়ার মনোরঞ্জন রায়ের বাড়ির গোয়াল ঘর থেকে ৮টি গরু চুরি হয়। যার আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা। এতে পরিবারটির একমাত্র সম্বল গরুগুলো চুরি হওয়ায় নিঃস্ব হয়ে পড়ে। এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, খবর পাওয়ার পর সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চুরি হওয়া গরু উদ্ধার ও চোর দলের সদস্যদের আটকের চেষ্টা চলছে। এছাড়া ওইসব এলাকায় পুলিশের পাহাড়া বাড়িয়ে দেয়া হবে। |
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |