খানসামায় জনপ্রতিনিধিদের মাঝে জেলা পরিষদ সদস্য শরিফুল প্রধানের উদ্যোগে কম্বল, মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ
|
![]() মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য-সদস্যাদের জেলা পরিষদ সদস্য শরিফুল ইসলাম প্রধানের ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণের লক্ষ্যে কম্বল, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) সকাল ৯ টা হতে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৬ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে চেয়ারম্যান ও সদস্য-সদস্যাদের মাঝে এক হাজার কম্বল, দুই হাজার মাস্ক, পাঁচশত হ্যান্ড স্যানিটাইজার এবং জেলা পরিষদ হতে প্রদত্ত শতাধিক খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন জেলা পরিষদ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম প্রধান। এসময় উপস্থিত ছিলেন আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্, আলোকঝাড়ি ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, ভাবকি ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক চৌধুরী, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল, যুবনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান চৌধুরী প্রমুখ। |