ম্যানেজিং কমিটির সভাপতি কে সংবর্ধনা। আয়োজনেঃ মন্ডতোষ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
|
![]() মোঃ আব্দুল আজিজ স্টাফ রিপোর্টার পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ গোলাম হাফিজ রন্জুকে মন্ডতোষ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা। সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করেন মন্ডতোষ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ। শনিবার সকাল ১১ ঘটিকার সময় মন্ডতোষ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অফিস রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির নব-নির্বাচিত সভাপতিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেন। স্বাগত বক্তব্যে সভার সভাপতি মোঃ আওলাদ হোসেন বলেন- আমরা একজন গূণী ব্যক্তিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে পেয়েছি, কাজেই৷ বিদ্যালয়ের উন্নয়নে তার ভূমিকা থাকবে যেনো মেঘ না চাইতেই বৃষ্টি, এমনকি সভাপতি হিসেবে তাকে পেয়ে অনেক অনেক আনন্দিতএবং বিদ্যালয় তথা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাঠদান, মান উন্নয়নে উনার মতো লোকের এই মুহুর্তে বড়ই প্রয়োজন ছিলো। অনুষ্ঠানে নব-নির্বাচিত সভাপতি তার মূল্যবান বক্তব্যের শুরুতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জমি দাতাদের জন্য দোয়া কামনা করেন। তিনি বলেন আমি সভাপতি মানেই আমি পরিপূর্ণ না, আমিই সব কিছু না ! আপনারা আমায় সবাই মিলে পারস্পরিক সহযোগিতা করলেই আমি হবো পরিপূর্ণ এবং তখনই এই বিদ্যালয়টির উন্নয়ন করা সম্ভব হবে। স্বাগত ভাষণে শিক্ষক প্রতিনিধি মোঃ ফারুক আহম্মেদ বলেন- একটা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে একজন সাধারণ লোকের চাওয়া পাওয়া দাবী যার কাছে পেশ করা হয় তিনিই হলেন ম্যানেজিং কমিটির সভাপতি। আজ যিনি সভাপতি হলেন, তিনি যেহুতু এই উপজেলার ভাইস চেয়ারম্যান সেহেতু বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তার লালিত স্বপ্ন বাস্তবায়নের চাবি এখন তারই হাতে। কাজেই বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন শুরু হলো আজ থেকেই। সভায় আরো যারা উপস্থিত ছিলেন- মন্ডতোষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মন্ডতোষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফসার আলী মাষ্টার,উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ হাসিনুর বাবু,ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স এর এ জি এম মোঃ নুর ইসলাম মিন্টু, মুক্তিযোদ্ধা শাহজাহান আলীসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরারা।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |