পটুয়াখালী শীতার্থদের মাঝে ডিআইজির কম্বল বিতরণ
|
![]() মু. জিল্লুর রহমান জুয়েল, জেলা প্রতিনিধি, পটুয়াখালী ঃ পটুয়াখালীতে তিন শতাধিক নিন্ম আয়ের শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি এস এম আক্তারুজ্জামান প্রধান অতিথি হিসেবে এ কম্বল বিতরণ করেন। পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ’র সভাপতিত্বে গতকাল শনিবার সন্ধ্যা সারে সাতটার দিকে পটুয়াখালী লঞ্চ টার্মনাল ঘাটে অসহায় শীতার্তদের মাঝেঁ কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন গতকাল হঠাৎ বৃষ্টি হওয়ায় আবারো প্রচন্ড শীত পরতে শুরু করেছে। জেলা পুলিশের ব্যবস্থাপনায় নিন্ম আয়ের মানুষের মাঝে এ কম্বল বিতরণ করতে পেরে তিনি আনন্দিত। কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজাহিদ প্রিন্সসহ বিভিন্ন গনমাধ্যম এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
|