নোয়াখালীর কারাগারে গোফরান নামে এক হাজতির মৃত্যু
|
![]() নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮ নং বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবদুল গোফরান (৭০) নোয়াখালী জেলা কারাগারে মারা গেছেন। বৃহস্পতিবার রাতে তার বুকের ব্যাথা অনুভব হলে তাকে কারা কর্তৃপক্ষ দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। আবদুল গোফরান সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বালিয়াকান্দি গ্রামের সাবেক মেম্বার এবং ওই গ্রামের মৃত জাফর আলীর ছেলে। জানাগেছে, নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮ নং বীজবাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বালিয়াকান্দি গ্রামে গত ১ জুন সোমবার পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে।এতে গুলিবিদ্ধ সহ ৫ জন আহত হওয়ার ঘটনায় সেনবাগ থানায় দায়ের করা মামলায় পুলিশ সাবেক ওয়ার্ড মেম্বার আবদুল গোফরানকে (৭০) গ্রেপ্তার করে নোয়াখালী কারাগারে পাঠায়। এরপর ২৫ জুন বৃহস্পতিবার রাতে সে কারাগারে মৃত্যুবরণ করেন। বিষয়টি গণমাধ্যম কর্মীদেরকে নিশ্চিত করেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মো. আবদুল বাতেন মৃধা। |
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |