আত্রাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ৫টি বসতঘর পুড়ে ছাই
|
![]() আত্রাই (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর আত্রাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ৫টি বসতঘড় পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাতে উপজেলার মনিয়ারী ইউনিয়নের দিঘিরপার গ্রামে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পরিবার সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে বাড়ীর সকলে ঘুমিয়ে পড়ে। পরে হঠাৎ চেতন পেয়ে আগুনের শিখা দেখতে পেয়ে হৈচৈ শুরু করলে প্রতিবেশিরা এগিয়ে আসে। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে গ্রামের লোকদের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততোক্ষণে ঐ গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে ছাইফুল ইসলাম(৪০), ছাইউম(৩৮), জিয়াউর রহমান(৩৬), নিজাম(৩২) এদের পাঁচটি টিনের বাড়ীর সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় তারা। আত্রাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নিতাই চন্দ্র ঘোষ বলেন, রাত্রি আনুমানিক দেরটায় খবর পেয়ে সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুনের সূত্রপাত হয়। |
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |