দাকোপে আম্ফান সাইক্লোনে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে ব্র্যাকের ৪৫ লক্ষ টাকা বিতরন
|
![]() খুলনা প্রতিনিধিঃ কোবিড ১৯ করোনায় বিশ্বের প্রায় ২১৩ টি দেশ আক্রান্ত। দেশের অর্থনীতির চাকা যখন বিফল ঠিক তকন আম্ফান সুপার সাইক্লোনে মানুষের মাথা গোজার ঠাইটুকু লন্ডভন্ড হয়ে যায়।অসহায় দরিদ্রমানুষের মাথা গোজার ঠাই পুনরায় মেরামত ও পূনঃ নির্মানের জন্য ব্র্যাক খুলনার দাকোপ উপজেলায় ৯০০ জনের প্রায় ৪৫ লক্ষ টাকা গরীব পরিবারের হাতে তুলে দেয়। এ সহায়তার অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ। আর উপরেউল্লেখিত কথাগুলো বলেন ব্র্যাকের দুর্যোগ ব্যাবস্থাপনা কোঅর্ডিনেটর ও শাখা ব্যাবস্থাপক মোঃ অহেদুল ইসলাম,সাথে ছিলেন মোক্তার হোসেন,চম্পা রাণী সরকার,তরুন বিশ্বাস,তাজামুল ইসলাম,ইকবাল হোসেন,তারেক,আরিফুজ্জামান,জাহাঙ্গীর হোসেন প্রমুখ। সার্বিক পরিচারনা ও দিক নির্দেশনা দেন মোঃ এনামুল ইসলাম এরিয়া ম্যানেজার ও আবু সাঈদ বিডিসি খুলনা।
|