পঞ্চগড়ে ৬ হাজার ২শ টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
|
![]() পঞ্চগড় প্রতিনিধি :- পঞ্চগড়ে ৬২০০ টাকার জাল নোটসহ নাঈমুল হাসান রাজু (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ। বুধবার (২৪ জুন) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজু আটোয়ারী উপজেলার ছোটদাপ এলাকার বেলায়েত হোসেনের ছেলে। জানা যায়, বিকেলে হাড়িভাসা বাজারে সিদ্দিক মুনসির দোকানে খরচ নিতে গিয়ে ৫’শ টাকা দেয়। পরে দোকানদার সিদ্দিক মুনসি টাকাটার সন্দেহ হলে রাজুর কাছ থেকে চেন্জ করে চান। পরে অনেকক্ষুণ ধরে অনেক কথার মাঝে স্থানীয়রা তার কাছ থেকে সব টাকা বের করলে তার মাঝে ৬২০০ টাকার জাল নোট পায়। পরে তাকে আটক করে পুলিশের হাতে দেয়া হয়। পঞ্চগড় সদর থানার এসআই ভবেশ চন্দ্র সাহা জাল নোটসহ ওই যুবককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |