কুয়াকাটা সমুদ্র কূলে পাওয়া গেছে বিরল প্রজাতির কচ্ছপ
|
![]() মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পর্যটন নগরী কুয়াকাটার সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে ভেসে এসেছে বিরল প্রজাতির একটি কচ্ছপ । ২৩ জুলাই বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কচ্ছপটি ভেসে আসে । দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত এটি সমুদ্র তটে অবস্থান করার পর পুনরায় সমুদ্রে ভেসে যায় । তবে এটি জীবিত ছিল । কচ্ছপটির ওজন অন্ততঃ ৩০ কেজি। ধূসর বর্নের এ কচ্ছপটির দু’পাশে দু’টি পাখার মত ডানা ছিল । তবে এটির ডান পায়ে ক্ষত ছিল। স্থানীয়দের ধারনা গভীর সমুদ্রে ভীতিকর কোন জলজ প্রানীর তান্ডবে কচ্ছপটি নিরাপদ আশ্রয় নিতে তীরে উঠে এসেছে। কচ্ছপটি দূর্বল থাকায় স্থানীয়দের দু’একজন এটিকে কাঠি দিয়ে আঘাত করেছে। পরক্ষনে ধীরে ধীরে এটি সাগরে নেমে যায় । স্থানীয় অভিজ্ঞ মহলের ধারনা, কচ্ছপটি হয়তো ডিম দেয়ার কারনে তীরে উঠতে পারে । অথবা জলবায়ু পরিবর্তনগত কারনে সাগরে পানির অবস্থানের পরিবর্তন হওয়ায়ও এটি তীরে আসতে পারে। তবে কচ্ছপটি দেখতে সকাল থেকেই মানুষের ভীড় লেগে ছিল বলে কুয়াকাটার সাংবাদিক মো.আবুল হোসেন রাজু জানিয়েছে। এ ব্যাপারে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রানী বিদ্যা বিভাগের অধ্যাপক মো.কামরুজ্জামান মনির জানান, জলবায়ু পরিবর্তনগত কারনে বসবাসের অনুপযোগী কিংবা ভীতিকর কোন প্রানীর তান্ডবের কারনেও কচ্ছপটি তীরে ঊঠে আসতে পারে বলে তিনি উল্লেখ করেন।
|