তরুণদের উদ্যোগে পাঁচ কিলো রাস্তার খানাখন্দ সংস্কার
|
![]() অনলাইন ডেস্ক: কুয়াকাটা মহাসড়ক থেকে পটুয়াখালী সদর উপজেলার মাদার বুনিয়া ইউনিয়ন পরিষদের যাতায়াতের জন্য বশাক বাজার-হাজিখালী বাজার পর্যন্ত সড়কটি। দীর্ঘ কয়েক বছর যাবৎ সংস্কার ও মেরামতের অভাবে চলাচলের অনুপযোগী সড়কটি। পাচ কিলোমিটার এ সড়ক দিয়ে দৈনিক কয়েক হাজার লোক, শিক্ষার্থী, রোগী এবং কৃষি পণ্য পরিবহন করা হয়। গত কয়েক বছর যাবৎ দূভোর্গের মাত্রা চরমে উঠে। এ্যাম্বুলেন্স থেকে শুরু করে ইজিবাইক, মটরসাইকেলসহ বিভিন্ন বাহনে দূর্ঘটনার আহত নিহত হওয়ার ঘটনা দৈনন্দিন হয়ে গেছে। দূর্ভোগের মাত্রায় অতিষ্ঠ হয়ে স্থানীয় কয়েকজন তরুণ নিজের অর্থায়নে রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহন করে। স্থানীয়দের সহায়তা নিয়ে প্রায় ২৫ হাজার টাকা খরচ করে পাচ কিলোমিটার রাস্তার খানাখন্দ মেরামত করে। স্থানীয় তরুণদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেকে প্রশংসা করেছেন। সোস্যাল মিডিয়ার মাধ্যমে অবগত হয় স্থানীয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা তার পুত্র কে পাঠিয়েছেন তরুনদের উৎসাহ ও প্রেরণা যোগাতে। সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা বলেন, আমি পটুয়াখালী এসে সড়কটির ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে কথা বলবো। এই সড়কটি যাহাতে অতি দ্রুত মেরামত বা পুনঃনির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়, সেই দিকে গুরুত্ব দিবেন তিনি। উদ্যোগ গ্রহন কারী তরুণদের মধ্যে মোঃ হাসিব প্যাদা বলেন, আমার বাড়ি রাস্তার পাশেই। এখান দিয়ে দৈনিক আমাদের শহরে যেতে হয়। কষ্টে অতিষ্ঠ হয়ে আমি ও এলাকার সাহাবুদ্দিন, সাকিব, শাকিল ও কাওসার, তারেক, আরিফসহ ১০/১৫ জন মিলে সংস্কারের উদ্যোগ নেই। মোঃ কাওসার আহম্মেদ বলেন, আমরা উদ্যোগ নেওয়ার সাথে সাথে স্থানীয় ইজিবাইক চালক এবং গণমাণ্যরা সহযোগিতা নিয়ে এগিয়ে আসেন। এছাড়াও দৈনিক শিশু, নারী, বয়স্ক এবং পথচারীদের দূর্ঘটনার শিকার হতে দেখেও মনে মধ্যে ক্ষোভ জমে। সেই ক্ষোভ থেকেই মূলত সংস্কারের উদ্যোগ।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |