ফোন পেয়ে অসহায় বৃদ্ধ মায়ের বাড়ীতে হাজি এমপি শিবলী সাদিক
|
![]() মোঃ আরিফুজ্জামান জনি দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুর ৬ আসনের সংসদ মোঃ শিবলী সাদিক এমপি কে আজ সকাল বেলা এক বৃদ্ধা অসহায় মহিলা ফোন দিয়ে বলেন শিবলী মুই রওশনারা কওছো বা মোর ঘরত পানি পড়ছে, মোর ঘরের টিন গুলা ফুটা হয়া গেছি বাবা, রাইতোত বৃষ্টি হলে মুই ঘুমবা পারোনা সারা রাত জাগি থাকপার নাগে । এই কথা শুনার পর শিবলী সাদিক এমপি তাঁর ঠিকানা নিয়ে তার বাড়িতে হাজির বৃদ্ধ মা দেখে অবাক হয়ে যায় তিনি বলেন মুই তোমার এমপি বাহে কোনটা ঘর তোমার ঘর দেখে সাথে সাথে নিজ অর্থায়নে ঘরে যতোগুলো টিন লাগবে তার ব্যবস্থা করে দেন, তখন কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ মা বলেন কেউ দেখে নাই বা তুই হামার ফিজুর বেটা মোর ঘরটা বাচালো বা আল্লাহ তোক আরো বড় করুক ।
|