নবাবগঞ্জে ৩৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
|
![]() রাজশাহী ব্যুরো : চাঁপাইনবাবগঞ্জে ৩৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটককৃতরা হলেন, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রানিনগর এলাকার আইয়ুব আলীর ছেলে রাব্বি (২৭) ও কাটাখালি থানার শ্যামুর এলাকার নাসিরের ছেলে রাব্বি (১৯)। র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন শিবতলা মালোপাড়া নতুন ষ্টেডিয়াম গেটের সামনে অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী ও একটি ট্রাক আটক করে। চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তারা গাঁজাগুলো গোমস্তাপুর থেকে নিয়ে রাজশাহীর জেলার গোদাগাড়ীতে বিক্রি করার উদ্দেশ্যে যাচ্ছিল। |