মানবদেহে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরী ভ্যাকসিনের ট্রায়াল
|
![]() বরিশাল প্রেস |
আন্তর্জাতিক ডেস্ক |
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি বহুল আকাঙ্ক্ষিত করোনাভাইরাসের চ্যাডক্স-১ এনকোভ-১৯ ভ্যাকসিনটি এবার দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে মানব দেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হচ্ছে। এ দুই দেশে করোনা সংক্রমণ এখন দ্রুত গতিতে বাড়তে থাকায় সেখানে ভ্যাকসিনটির পরীক্ষা চালানোর সিদ্ধান্ত হয়েছে। মহামারি করোনা প্রতিরোধে এখন পর্যন্ত সবচেয়ে উন্নত ভ্যাকসিন হিসেবে মনে করা হচ্ছে অক্সফোর্ডের এই ভ্যাকসিনকে। চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় অন্তত দুই হাজার, ব্রাজিলের সাওপাওলোতে দুই হাজার স্বাস্থ্য কর্মী স্বেচ্ছাসেবী এবং রিওডিজেনিরোতে এক হাজার মানুষের শরীরে ভ্যাকসিনটি প্রয়োগ করা হবে বলে জানিয়েছে অক্সফোর্ড কর্তৃপক্ষ। লেম্যান ফাউন্ডেশনের অর্থায়নে অক্সফোর্ড কর্তৃপক্ষ ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকায় ভ্যাকসিনটি পরীক্ষামূলক প্রয়োগ করছে। এক বিবৃতিতে লেম্যান ফাউন্ডেশন বলছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় চলতি সপ্তাহের শেষের দিকে ব্রাজিলে করোনাভাইরাসের সম্ভাব্য একটি ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু করবে। চলতি মাসের শুরুর দিকে ওষুধপ্রস্তুতকারক কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার সহায়তায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরিকৃত করোনার সম্ভাব্য ভ্যাকসিন চ্যাডক্স-১ এনকোভ-১৯ দেশের মানুষের শরীরে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন দেয় ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আনভিসা। ব্রাজিলে সংক্রমণ এখনও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। একই চিত্র আফ্রিকা মহাদেশের দেশ দক্ষিণ আফ্রিকাতেও। এ দুই দেশকে বেছে নেয়ার কারণ হিসেবে অক্সফোর্ড কর্তৃপক্ষ বলছে, দেশ দুটিতে করোনার ব্যাপক বিস্তার ঘটছে। এছাড়া অন্যান্য দেশে সংক্রমণ কমে আসায় পরীক্ষা চালানো সম্ভব হচ্ছে না। ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকায় অক্সফোর্ডের এই ভ্যাকসিনের পরীক্ষা চালানোর আগে ব্রিটেনেও পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছিল। চলতি বছরের শেষের দিকে এই ভ্যাকসিনটি মানবদেহে প্রয়োগের চূড়ান্ত ছাড়পত্র পেতে পারে বলে প্রত্যাশা করছেন গবেষকরা।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |