রাজশাহীতে ব্যাংক থেকে গ্রাহকের ১৭ লাখ টাকা চুরি
|
![]() রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরীর জিরো পয়েন্টে অবস্থিত অগ্রণী ব্যাংক শাখা থেকে গ্রাহকের ১৭ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া মডেল থানার সহকারী পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন জানান, আজ সোমবার দুপুরে রাজশাহী মহানগরীর সাহেব বাজার শাখার অগ্রণী ব্যাংকে সারের ডিলার ১৭ লাখ টাকা নিয়ে ব্যাংকে পে অর্ডার করতে গিয়েছিলেন। তিনি ব্যাগ রেখে চেক লিখছিলেন। এ সময় তার টাকার ব্যাগটি চুরি করে নিয়ে চলে যায়। পরে তিনি বিষয়টি ব্যাংকে জানান ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিক বলে মডেল থানায় জানালে ঘটনাস্থলে পুলিশ যায় পুলিশ বিষয়টি তদন্ত করছে তিনি বলেন আমি নিজেও ফোর্সসহ ঘটনাস্থলে আসে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
|