আগৈলঝাড়ায় বিপুল পরিমান গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার।
|
![]() বরিশাল ব্যুরোঃ বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমান গাঁজাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পুলিশের মামলা দায়ের। থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, গৈলা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় উপজেলার গৈলা ইউনিয়নের অশোকসেন গ্রামের করম আলী সরদারের বাড়ির পুকুর পাড়ে মাদক কেনা বেচার গোপন খবর পেয়ে শনিবার রাতে পুলিশ অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশি অভিযান টেরে পেয়ে সেখানে অবস্থান করা দুই মাদক ব্যবসায়ি পালানোর চেষ্টাকালে অশোকসেন গ্রামের হারুন অর রশিদ সরদারের ছেলে মো. ফারুক আহম্মেদ সেন্টু সরদার (৩৫) কে একটি ব্যাগসহ আটত করে। এসময় ফারুকের কাছ থেকে ১ কেজি ৬শ গ্রাম গাঁজা উদ্ধার করলেও সেন্টুর অপর সহযোগী পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এসআআই সুশান্ত কুমার বাদী হয়ে রবিবার সকালে থানায় মামলা দায়ের করেন, নং-৯ (১৯.৭.২০)। মামলার তদন্তকারী অফিসার এসআই আব্বাস উদ্দিন গ্রেফতারকৃত ফারুক আহম্মেদ সেন্টুকে রবিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত সেন্টুকে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।
|