নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌর ছাত্র লীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি ।
|
![]() বুলবুল আহাম্মেদ, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে সুন্দর প্রাকৃতিক পরিবেশ রুপায়নে ও প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষে ২ হাজার বনজ,ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে বনপাড়া পৌর ছাত্রলীগ এই কর্মসূচীর আয়োজন করে। এ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক কে,এম, জাকির হোসেন । সেন্ট যোসেফ্স স্কুল এন্ড কলেজ চত্ত্বরে গাছের চারা রোপনের মাধ্যমে এই কর্মসূচীর উদ্বোধন করেন। সেন্ট যোসেফ্স স্কুল এন্ড কলেজ চত্ত্বরে পৌর ছাত্রলীগের সভাপতি শাকিব সোনারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, অধ্যক্ষ ড. শংকর ডমিনিক গমেজ, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সরদার , পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াস, বনপাড়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান মোল্লা, যুগ্ম সম্পাদক কেএম নীর প্রমূখ নেতৃবৃন্দ । উদ্বোধন কালে আতিকুর রহমান পিয়াস জানান, বনপাড়া পৌর সভার অন্তর্গত সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকার বনজ ফলজ ও ঔষধী গাছের ২ হাজার চারা রোপন করা হবে।
|