কলাপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের প্রধানমন্ত্রীর তহবিলের চাল বিতরন
|
![]() মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় প্রধানমন্ত্রীর বিশেষ প্রনোদনার জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরন করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা। বৃহস্পতিবার সকাল ১০ টায় লালুয়া ইউনিয়নের বানাতিবাজারে বসে এ চাল বিতরন করা হয়। নভেল করোনা ভাইরাসে ঘরমুখী মানুষের মুখে খাবার তুলে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি উপজেলায় বিশেষ প্রনোদনার চাল প্রদান করেন। তার ধারাবাহিকতায় কলাপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তার নামে বরাদ্ধকৃত চাল বিতরন করেন। গত শুক্রবার নীলগঞ্জ ইউনিয়নে জনপ্রতি ১০ কেজি করে ৩০ কেজির ৭০ বস্তা, শনিবার মহিপুর ইউনিয়নে ৪২ বস্তা ও বৃহস্পতিবার লালুয়া ইউনিয়নে ৪২ বস্তা চাল বিতরন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও ভোরের কাগজ পত্রিকার কলাপাড়া প্রতিনিধি এস.কে রঞ্জন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক ও আমার সংবাদ প্রতিনিধি মো. ওমর ফারুক, ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. ইউনুছ ফরাজি ও ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. রবিউল হাওলাদার প্রমুখ।
|