মানবদরদী সিংহ হৃদয়ের মানুষ RAK সিরামিকের চেয়ারম্যান একরামুজ্জামান
|
![]() নানজীবা নূহা |
ঢাকা |
আর.এ,কে সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক জনাব এস এ কে একরামুজ্জামান একজন সিংহ হৃদয়ের মানুষ।এই করোনা ভাইরাসের পরিস্থিতিতে এই সত্য আবারও প্রমাণিত হয়েছে l করোনার কারণে বেসরকারি খাতের চাকরিজীবীরা চাকরি নিয়ে বড় ধরনের দুশ্চিন্তায় রয়েছেন। কর্মী ছাঁটাইয়ের পথে না হেঁটে কাজ করুক বা না করুক জনাব এস এ কে একরামুজ্জামান কর্মীদের বেতন ভাতা সময়মতো পরিশোধ করেছেন । এই পরিস্থিতিতে তিনি কর্মীদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন । আর.এ.কে এবং তার সহযোগী সংস্থার সকল কর্মচারীদের চিকিৎসার জন্য তিনি একটি স্বতন্ত্র আইসোলেশন প্রতিষ্ঠা করেছেন।যেখানে কর্মীরা পাবেন চিকিৎসার সাহায্য, ভাইরাস পরীক্ষা, হাসপাতালে ভর্তি, আইসোলেশন, বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্রয়োজনীয় লোকজন আনার সুবিধা এবং থাকা খাওয়ার ব্যবস্থা l অন্য দিকে আক্রান্ত ব্যক্তির পরিবারও পাবে প্রয়োজনীয় দৈনিক বাজার,খাবার এবং তাঁর পক্ষ থেকে তাদের পরিবারের সদস্যদের যথাযথ দেখভাল করা হবে । যার পুরো ব্যয় বহন করছেন প্রতিষ্ঠান এবং তিনি নিজে । এ দুর্দিনে মালিকরা কর্মীদের বলে কয়ে বিদায় করে দিচ্ছে তিনি তখন কর্মীদের অভিবাবক হয়েছেন সাহস দিয়েছেন।অন্তর থেকে সালাম আর সম্মান রইল আপনার জন্য।বাংলাদেশের সব কোম্পানিগুলোর মালিকদের কাছে জনাব এস এ কে একরামুজ্জামান হতে পারেন অনুসরণীয় দৃষ্টান্ত।
|