অনলাইন নিউজ পোর্টালে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা | তথ্যমন্ত্রী
|
![]() নানজীবা নূহা |
ঢাকা |
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, যেসব অনলাইন নিজ পোর্টাল গুজব ছড়ায়, তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে কেউ নতুন করে পোর্টালের আবেদন করলে পরীক্ষা-নিরীক্ষার পর খোলার সুযোগ দেওয়া হবে। বুধবার (১৫ জুলাই) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ড. হাছান মাহমুদ বলেছেন, ইতোমধ্যে যেসব নিউজ পোর্টালের নেগেটিভ তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে সেগুলো আরও পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই বাছাই করা হবে। প্রয়োজনে এসব নিউজ পোর্টাল বন্ধ করে দেওয়া হবে। অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের ব্যাপারে আমরা কিছু প্রক্রিয়া শেষ করেছি। ইতোমধ্যে একটি গোয়েন্দা সংস্থার কাছ থেকে ১৭০০ পোর্টালের তদন্ত প্রতিবেদন পাওয়া গেছে। আরেকটি সংস্থা থেকে ৭শ তদন্ত প্রতিবেদন পেয়েছি। আশা করছি, এ মাসের মধ্যে আরও দেড়শ’র বেশি পোর্টালের তদন্ত প্রতিবেদন পাবো। এসব তদন্ত প্রতিবেদন সাপেক্ষে চলতি মাসেই নিবন্ধন দেওয়া শুরু করবো। গুজবে জড়িত পোর্টালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, যেসব অনলাইন গুজব ছড়ায়, মোটামুটি সেগুলো চিহ্নিত করতে পেরেছি। তবে তারা আবার ক্ষণেক্ষণে পরিচয় পরিবর্তন করে। যারা এ পরিচয় পরিবর্তন করে, তাদের অনেকেই বিদেশ থেকে পরিচালনা করে। সেগুলোর ব্যাপারে প্রযুক্তিগতভাবে মাঝে মধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে আরও দৃঢ়ভাবে ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নিয়েছি। ভবিষ্যতে যে অনলাইন মাধ্যম গুজব ছড়াবে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করার পর থেকে সেটির বিরুদ্ধে সহসা কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
|