চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু
|
![]() ইসারুল হক, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধ মারা গেছেন। মৃত বৃদ্ধ জেলার শিবগঞ্জ উপজেলার মোঃ এনামুল হক(৮০)। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটের প্রধান সম্বনয়ক ডা: নাহিদ ইসলাম মুন জানান, মৃত ব্যক্তি সদর আধুনিক হাসপাতালে নিউমেনিয়ায় আক্রান্ত হয়ে গত শনিবার (১১ জুলাই) মেডিসিন বিভাগে ভর্তি হবার পর করোনা ইউনিটে স্থানান্তর করা হয় । তিনি আরও জানান, মৃত ব্যাক্তির জ্বর,শর্দি,কাশি এবং শ্বাসকষ্ট থাকায় তাকে করোনা ইউনিটে ভর্তির পর সোমবার সকালে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়। পরে রাত সোয়া আটটার দিকে ঐ ব্যাক্তি মারা যান।মৃত ব্যাক্তিকে স্বাস্থ্য বিধি মেনে দাফনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
|