চাঁপাইনবাবগঞ্জে মাস্ক ছাড়া ঘুরাঘুরি: ৮৩ জনকে জরিমানা
|
![]() চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি :- চাঁপাইনবাবগঞ্জে করোনা পরিস্থিতিতে মাস্ক না পড়ে বেড়ানোর দায়ে জেলা শহরের বিভিন্ন স্থান থেকে আটককৃত ৮৩ জনকে ভ্রাম্যমান আদালত ২০ হাজার ৫’শ টাকা জরিমানা করেছে। ভ্রাম্যমান আদালত সুত্রে জানানো হয়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রবিন মিয়া, সাইফুল ইসলাম, মো. রুহুল আমিন, এস এম আশিস মোমতাজ, আশরাফুল হক ও রওশনা জাহানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের দল আজ সোমবার বেলা ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। মাস্ক না পড়ার দায়ে ৮৩ জনকে ২০ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়। এসময় সকলকে ১টি করে মাস্ক প্রদান এবং স্বাস্থ্য বিধে মেনে চলার জন্য বলা হয়। এছাড়া সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের বিশরোড মোড়ে অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজল ই খোদা’র নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করে ভ্রাম্যমান আদালতে প্রেরণ করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জে করোনা পরিস্থিতি দিনদিন বেড়ে যাওয়ায় অনেকেই মাস্ক ব্যবহার না করে চলাচল করছে। এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া সচেতন করার লক্ষ্যে মাইকিং এর মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।
|