হাতীবান্ধায় একদিনে ১৩৫ টি মামলা
|
![]() লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় করোনা কালীন সময়ে স্বাস্থ্যবিধিসহ সরকারি নির্দেশনা না মানার অপরাধে ১৩৫টি মামলা হয়েছে। একযোগে ৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালার মাধ্যমে ওই মামলাগুলোতে বিভিন্নজনের ৩২ হাজার ৭ শ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওই উপজেলার বিভিন্ন এলাকায় ৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জানা গেছে, হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন ও সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) শামীমা সুলতানাসহ ৬জন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ওই উপজেলার বড়খাতা, পারুলিয়া, মেডিকেল মোড়, দই খাওয়া, গোতামারী, নাওদাবাস, ভেলাগুড়ি, ডাউয়াবাড়ী ও সানিয়াজান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাস্ক ব্যবহার না করাসহ স্বাস্থ্য বিধি না মানা ও সরকারি নির্দেশনা অমাণ্য করার অপরাধে ১৩৫টি মামলা করেন। ওই মামলাগুলোতে বিভিন্নজনের ৩২ হাজার ৭ শ টাকা জরিমানা করা হয়েছে।
|
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |