বিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
|
![]() বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :- দিনাজপুরের বিরামপুরে পানিতে ডুবে মো. নাহিয়ান আহম্মেদ লিমন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার কাটলা ইউনিয়নের চকানদেব গ্রামে নিজ পাড়ির পাশে নিচু জমির পানিতে ডুবে ওই শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু নাহিয়ান আহম্মেদ লিমন ওই এলাকার মোশারফ হোসেন এর ছেলে। স্থানীয় কাটলা ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের বরাতদিয়ে ইউপি চেয়ারম্যান বলেন, মোশারফের বাড়ির পাশে নিচু জমিগুলো টানা বৃষ্টিতে ভরে ওঠে। রবিবার দুপুরে শিশুটির মা বাড়িতে গোসল করছিল। এ সময় শিশুটি বাড়ির উঠানে সামনে খেলা করছিল। গোসল শেষে শিশুটিকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুজির পর বাড়ির পাশে জমিতে হাটুসমান পানিতে পড়ে থাকতে দেখে শিশুটিকে। পরে তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুজ্জমান মনির বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যের বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
|