রাজশাহীতে মাঠে ছাগল চরাতে গিয়ে বজ্রপাতে প্রতিবন্ধী নারীর মৃত্যু
|
![]() রাজশাহী ব্যুরো :
রাজশাহীর দুর্গাপুরে মাঠে ছাগল চরাতে গিয়ে বজ্রপাতে নাদিরা বেগম (৩৮) নামের এক শারীরিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। নিহত নাদিরা বেগম উপজেলার আলীপুর মোল্লাপাড়া গ্রামের আমির হোসেনের মেয়ে। স্বামী পরিত্যক্তা ওই নারী বাবার বাড়িতেই থাকতেন বলেও জানা গেছে। নিহত নাদিরা বেগমের পরিবারের স্বজন ও প্রতিবেশীরা জানান, গতকাল রোববার সকালে বাড়ির অদুরে মাঠে ছাগল চরাতে গিয়েছিল নাদিরা বেগম। দুপুর দুইটার দিকে আকাশে মেঘ দেখে ছাগল নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে নাদিরা বেগমের শরীর ঝলসে যায়। ফলে ঘটনাস্থলেই নাদিরা বেগম মারা যায়। পরে গ্রামের লোকজন নিহত নাদিরা বেগমের মরদেহ মাঠ থেকে উদ্ধার করে বাড়িতে নেয়। স্বামী পরিত্যক্তা নাদিরা বেগম শারীরিক প্রতিবন্ধীও ছিলেন। এক ছেলেকে নিয়ে বাবার বাড়িতেই থাকতো।
|