“আয়াসোফিয়াতে দ্রুত নামাজের ব্যবস্থা করেছে এরদোগান”।
|
![]() মেহেদী হাসান আকাশ,
ট্যুরিস্ট ওন্ড ডোকোমেন্টরি প্রতিনিধি।
১৯৩৪ সালের সেক্যুলার সরকার আয়াসোফিয়াকে মসজিদ থেকে জাদুঘরে রূপান্তরের বিতর্কিত আইন বাতিল ঘোষণা করেছে তুরস্কের আদালত। ১০ জুলাই ২০২০ তুরস্কের শীর্ষ প্রশাসনিক আদালত এ ঘোষণা করে। আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট জনাব রজব তাইয়েব এরদোগান। তিনি তুরস্কের ধর্মীয় বিভাগ দিয়ানাত সংস্থাকে আয়াসোফিয়াতে দ্রুত নামাজের ব্যবস্থা করতে আদেশ দিয়েছে। ষষ্ঠ শতাব্দীতে তৈরি করা আয়াসোফিয়া অর্থডক্স খৃষ্টানদের চার্চ হিসেবে পরিচিত হলেও মূলত সেখানে বাইজেন্টাইন সাম্রাজ্যের মূল কেন্দ্রস্থল ছিল। ইতিহাস ঘাটলে জানা যায় বাইজেন্টাইনরা উসমানী সাম্রাজ্যে নানান ষড়যন্ত্র পরিচালনা করতো এই আয়াসোফিয়া হতে। বাইজেন্টাইনদের সকল কুটচাল নষ্ট করে ১৪৫৩ সালের ২৯ মে ইস্তাম্বুল বিজয় করে আয়াসোফিয়াকে মসজিদে রূপান্তরিত করেন সুলতান ২য় মুহাম্মাদ। ১৯৩৪ এ প্রায় ৭শ বছর মসজিদ হিসেবে থাকা আয়াসোফিয়াকে জাদুঘরে রূপান্তরের ঘোষণা করেছিল তুরস্কের সেই সময়কার সেক্যুলার সরকার। ৮৬ বছর পর আবারো আয়াসোফিয়াতে নামাজ আদায় করতে ইচ্ছুক তুরস্কের ইসলাম প্রিয় মুসলমানরা। তাই আয়াসোফিয়াকে আবারো মসজিদে রূপান্তর করে দেয় এরদোগানের নেতৃত্বাধীন তুরস্কের বর্তমান সরকার। আমেরিকা, রাশিয়া ও বৃটেনসহ আন্তর্জাতিক চাপকে বৃদ্বা আঙুল দেখিয়ে এক্ষেত্রে এরদোগানকে বেশ সফল নেতা হিসেবে দাবি করা যায় ।
|