বরগুনা সদর হাসপাতালের করোনা ইউনিট পরিদর্শন করেছেন বিদ্যুৎ সচিব
|
![]() বরগুনা প্রতিনিধি :- শনিবার (১১ জুলাই) বরগুনা জেলার করোনা ভাইরাস মোকাবেলা বিষয়ক প্রধান সমন্বয়ক এবং বিদ্যুৎ বিভাগের সচিব জনাব, ড. সুলতান আহমেদ, জেলা প্রশাসক এবং অন্যান্য প্রতিনিধিগণ সামাজিক দূরত্ব নিশ্চিত করে বরগুনা সদর হাসপাতালের করোনা ইউনিট পরিদর্শন করেছেন।এবং পরবর্তীতে নির্মিতব্য জেলা বাস টার্মিনাল ও নির্মিতব্য বিদ্যুৎ উপকেন্দ্র পরিদর্শন করেন। এর আগে সকাল ১০ টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অত্র জেলার কোভিড -১৯ মোকাবেলায় করণীয় সকল ধরনের গণসচেতনতামূলক এক শীর্ষক মতবিনিময় সভায় আলোচনা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলার করোনা ভাইরাস মোকাবেলা বিষয়ক প্রধান সমন্বয়ক এবং বিদ্যুৎ বিভাগের সচিব জনাব, ড. সুলতান আহমেদ। বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জালাল আহম্মেদ , অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ শাহজাহান হোসেন, বরগুনা জেলা সিভিল সার্জন , ডা. মোঃ হুমায়ুন শাহীন খান, বরগুনার পৌর মেয়র শাহাদত হোসেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন- সম্পাদক মোঃ মোতালেব হোসেন মৃধা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ উল্লাহ। সভায় এছাড়াও বরগুনা জেলার বিভিন্ন জনপ্রতিনিধি, বরগুনা জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন, কর্মকর্তাগন, স্বাস্থ্যকর্মীবৃন্দ, সুশীল সমাজ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ সভায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বরগুনা জেলায় এপর্যন্ত ৩৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৫ জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ২০০ জন।
|