করোনা আক্রান্ত ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিকে ফল পৌছে দিলো মাঝির টেক স্পোর্টিং ক্লাব
|
![]() নোয়াখালী প্রতিনিধি:- নোয়াখালীর কোম্পানীগঞ্জে করোনা আক্রান্ত চরহাজারী ইউনিয়নের সভাপতি বোরহান উদ্দিন মিঠুকে ফলমূল পৌছে দেয় মাঝির টেক স্পোটিং ক্লাব। উল্লেখ্য যে গত কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয় চরহাজারী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মিঠু। উক্ত ফলমূল পৌছে দেয়ার সময় উপস্থিত ছিলেন, মাঝির টেক স্পোটিং সোসাইটির সাংগঠনিক সম্পাদক আকাশ মাঝি. ক্রিড়া সম্পাদক, সাখাওয়াত হোসেন আসেক. অর্থ সম্পাদক, হাফেজ নুর উদ্দিন ও সমাজ সেবক কামরুজ্জামান ভুট্টু। এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে ক্লাবটির সভাপতি মোফাচ্ছের হেসেন। |