“৯৮ এর মত ভয়াবহ বন্যা আসছে ২০২০ এ”
|
![]() মেহেদী হাসান আকাশ, ট্যুরিস্ট এন্ড ডোকোমেন্টরি প্রতিনিধি :-
দেশে করোনাভাইরাসের মাঝেই ভারী বৃষ্টির কারণে বন্যার আশঙ্কা করা যাচ্ছে। এরই মধ্যে দেশের ১২টির বেশি জেলার বন্যার ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য রয়েছে। এবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজানে অধিক বর্ষণেরর কারণে চলতি সপ্তাহেই আসতে পারে বন্যা। ১৯৯৮ এর বন্যার মতো এর সময়সীমা মাসব্যাপী হবে বলে সম্ভাবনা দেয়া হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভুঁইয়া এ ব্যাপারে বলেন, দেশের বেশ কিছু এলাকায় অধিক বন্যার সম্ভাবনা রয়েছে।বন্যাটা প্রায় চতুর্থ সপ্তাহ বা এর বেশি পর্যন্ত হতে পারে। বুয়েট পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট এর অধ্যাপক ড. সাইফুল ইসলাম জানিয়েছেন, বন্যায় প্রচুর পরিমাণে পানি আসতে পারে, পানিটা নদীতে থাকায় দেখা যায় না, পানির উচ্চতা বৃদ্ধি পায়। অপরদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জনাব ডা. এনামুর রহমান বলেন, এই পানি দুই সপ্তাহ পর্যন্ত এই বন্যার পানি থাকতে পারে।
|