আজ বিকেলে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল
|
![]() নিউজ ডেস্কঃ সফরে ৩টি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তামিম, মুশফিক, মাহমুদউল্লাহরা। ঢাকা থেকে সিঙ্গাপুর হয়ে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে যাবে বাংলাদেশ দল। ক্রাইস্টচার্চ গিয়ে বাংলাদেশকে সেখানকার নিয়ম অনুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। প্রথম কয়েকদিন হোটেল রুম থেকেই বেরুতে পারবেন না বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তবে ৭দিন পর থেকে বাংলাদেশ দল অনুশীলনের সুযোগ পাবে। ভিন্ন কন্ডিশন হলেও স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সেখানে ভালো কিছুর করার প্রত্যাশা লাল সবুজের জার্সির দলটির। ২০শে মার্চ ডানেডিনে হবে নিউজিল্যান্ড-বাংলাদেশের প্রথম ওয়ানডে। |