বরিশাল-ঢাকা মহাসড়কে অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে ২দিন বয়সি এক নবজাতকের মৃত্যু
|
![]() নিউজ ডেস্কঃ বরিশাল-ঢাকা মহাসড়কে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইদিন বয়সি এক নবজাতকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে দোয়ারিকা সেতুর ঢালের এই দুর্ঘটনায় আরও অন্তত ৬ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টির সত্যতা বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন বরিশালটাইমসকে নিশ্চিত করেন। পুলিশসহ বিভিন্ন মাধ্যম জানা যায়, দুপুরে যাত্রীবাহী একটি বাসটি ফরিদপুর থেকে বরিশালের চরমোনাই মাহফিলের উদ্দেশে যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটি শেবাচিম হাসপাতাল থেকে নিহত শিশু ও তার স্বজনদের নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। হঠাৎ করে উল্লেখিত স্থানে দু’টি যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা দুইদিনের নবজাতক শিশুটির ঘটনাস্থলেই মৃত্যু হয়। এছাড়া শিশুটির মা শাহানা আক্তার জুঁই, তার মা শাহিনুর বেগম, ভাসুর সাগর, খালা শাশুড়ি ফিরোজা, অ্যাম্বুলেন্সের চালক রেজাউল, হেলপার জহির ও রিমন নামে সাতজন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে।
|