চোরাই গরুসহ আটক-২
|
![]() মোঃমনিরুল ইসলাম রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ানের চর ইমারশন থেকে চুরি করা একটি গরুসহ দুইজন চোর কে আটক করা হয়েছে।গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দেখে একটি গরুসহ ধরে ফেলে। জানা যায়,আজ২২শে ফেব্রুয়ারি সোমবার রাত ০৩.২০মিঃ ছোটবাইদিয়া চর ইমারশন মতি চৌকিদারের বাড়ীর গোয়াল ঘর হতে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় রাতে টহলে থাকা রাঙ্গাবালী থানার পুলিশ স্থানীয় জনসাধারণের সহায়তায় চুরি করা একটি গরুসহ ছোটবাইশদিয়ার নয়াভাঙ্গুনী গ্রামের মোঃ মতিন মাতুব্বর এর ছেলে মোঃজুয়েল মাতুব্বর (৩৬) ও একই গ্রামের আঃ সত্তার আকন এর ছেলে মোঃমাহাবুব আকন(৪৭)কে আটক করে। এ ব্যাপারে রাঙ্গাবালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন,চোর যখন চুরি করে গরু নিয়ে যাছিলো। তখন এলাকার লোক তাদেরকে ধরে থানায় খবর দেয়।এবং সাথে সাথে টহলে থাকা পুলিশ সেখানে গিয়ে এটি গরুসহ দুইজনকে আটক করে।এ বিষয়ে চুরি মামলা রুজু করা হয়েছে।চোরকে অাদালতে প্রেরন করা হবে।
|