(ববি) শিক্ষার্থীরা হামলাকারীদের গ্রেফতারসহ তিন দফা দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন
|
![]() নিউজ ডেস্কঃ আন্দোলনকারী শিক্ষার্থী রক্তিম হাসান অমিত জানান, হামলায় নেতৃত্ব দেওয়া মূল হোতাকে গ্রেফতারসহ তিন দফা দাবি আদায়ে মৌন মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা ক্যাম্পাসের মধ্যে নানা কর্মসূচি পালনের মাধ্যমে হামলার ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। তবে তিন দফা দাবি বাস্তবায়ন না হলে সোমবার থেকে ফের তারা সড়ক অবরোধ কর্মসূচি পালন করবেন। এর পর তিন শর্ত বাস্তবায়নে আল্টিমেটাম দিয়ে আন্দোলন থেকে সরে দাঁড়ান শিক্ষার্থীরা। ওই সময়ের মধ্যে বৃহস্পতিবার বিকালে অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু মামলায় নামধারী আসামি না করা এবং শিক্ষার্থীদের নিরাপত্তাসহ তিন দফা দাবিতে আল্টিমেটামের সময়সীমা শুক্রবার বিকালে শেষ হওয়ার পর আবারও মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। আড়াই ঘণ্টা অবরোধ শেষে শনিবার সকাল সাড়ে ৯টা থেকে অবরোধ শুরু হয়। ভাষা দিবস উপলক্ষে বিকাল সাড়ে ৫টায় অবরোধ স্থগিত করা হয়।’ |
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |