আজকেও আন্দোলনে নেমেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
|
![]()
নিউজ ডেস্কঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ম্যাচে হামলার মামলায় শুক্রবার রনি এবং ফিরোজ নামের পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করা হয়। রুপাতলি বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করে কোতয়ালি থানা পুলিশ। তবে, মূল হোতাদের কাউকে আটক না করার অভিযোগ তুলেছে শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী পরদিন শনিবার কুয়াকাটা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর হামলাকারী শ্রমিকদের বিরুদ্ধে মামলা দায়ের হলেও নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা আসামি দেয়ার প্রতিবাদ এবং গ্রেপ্তারের দাবি তুলেছেন আন্দোলনকারীরা। সকাল সাড়ে ৯টা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এই অবরোধ শুরু হয়। ফলে ভোগান্তিতে পড়েন ওই রুটে চলাচল করা বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালীগামী যাত্রীরা। |