সিসিডিবির প্রতিষ্ঠাতার ১৯তম স্মরন সভা অনুষ্ঠিত
|
![]() মোঃ কাওছার হোসেন গৌরনদী প্রতিনিধিঃ সিসিডিবির প্রতিষ্ঠাতা প্রয়াত সুশান্ত অধিকারীর ১৯তম স্মরন সভা বৃহস্পতিবার বিকালে গৌরনদী উপজেলা সদরে সিসিডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সিসিডিবি গৌরনদী উপজেলার উদ্যোগে এরিয়া ম্যানেজার মিস্টার ডেনিস মারান্দির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিসিডিবির ল্যান্ড কমিটির সদস্য সুশান্ত বোস। বিশেষ অতিথি ছিলেন বরিশাল আঞ্চলিক ব্যপটিস্ট চার্জ সংঘ’র পালক প্রধান রেভারেন্ট শুধাংশু বৈরাগি , গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বিএম বেলাল, এনজিও সমন¦য় পরিষদের সভাপতি সাংবাদিক প্রেমানন্দ ঘরামী। বক্তব্য রাখেন বিলগাব বাড়ি আনন্দ মহল ফোরাম কর্মি বেলা যয়ধর, সিসিডিবি গৌরনদী উপজেলার প্রোগ্রাম অফিসার সুকল্যান, একাউন্টস অফিসার বাবু অরুন পন্ডিত সহ-অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আলোচনা শেষে বক্তারা প্রয়াত সুশান্ত অধিকারীর আতœার সান্তি কামনা করে মোমবাতি প্রজ¦লন করেন।
|