ববির আহত শিক্ষার্থীদের পাশে প্রতিমন্ত্রীর প্রতিনিধিরা
|
![]() নিজস্ব প্রতিবেদকঃ গত মঙ্গলবার গভীর রাতে হামলার শিকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে বরিশাল সদর সাংসদ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম প্রতিনিধি প্রেরণ করেছেন। আজ শুক্রবার দুপুরে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১১ জন শিক্ষার্থীর সঙ্গে দেখা করেন তারা। এসময় হামলার ঘটনাকে ন্যাক্কারজনক বলে উল্লেখ করা হয়। প্রতিমন্ত্রীর প্রেরিত প্রতিনিধিদের মধ্যে ছিলেন বরিশাল মহানগর আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আমিন উদ্দিন আহমেদ মোহন, বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা মাহিদুর রহমান মাহাদ, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা অমিত হাসান রক্তিম প্রমুখ। এসময় আমিন উদ্দিন আহমেদ বলেন, ‘ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সারা বাংলাদেশে নিন্দার ঝড় উঠেছে। এমন ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে দোষীদের শাস্তির আওতায় আনা জরুরি। কিন্তু অদ্ভুতভাবে একটি পক্ষ হামলার জড়িতদের আড়াল করার চেষ্টা করছে বলে আহতরা জানিয়েছেন ‘। ছাত্রলীগ নেতা মাহিদুর রহমান বলেন, ‘ মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এ ধরণের ঘটনার নিন্দা প্রকাশ করেছেন। এছাড়া বিষয়টি সুরাহা করে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন’।
|