রাঙ্গাবালীতে চোরাই মালামালসহ পেশাদার চোর আটক
|
![]() মোঃমনিরুল ইসলাম রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় প্রায়ই শোনা যায় চুরির ঘটনা।কখনো শোনা যায় বড়িতে চুরি, আবার দোকান পাট।চোর সবসময় ধরা ছোয়ার বাহিরে ছিলো।চোরের কোন সন্ধান পাওয়া যাচ্ছিলোনা। গত ১৬/১২/২০২০ইং ছোট বাইশদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামে শাজাহান মিয়া নামক এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটে।চোরেরা চেতনানাশক ঔষধ ব্যবহার করে অজ্ঞান করে চুরি করেছে। উক্ত সময়ে বাদী মামলা দিতে রাজি হননি কিন্তু বিষয়টি উদঘাটনের জন্য রাঙ্গাবালী থানার পুলিশ লেগে থাকার ফলে, আজ বৃহস্পতিবার রাত ১১.৩০মিঃ সময় ছোটবাইশদিয়া ইউনিয়ানের তিল্লা গ্রামে রাঙ্গাবালী থানার সেকেন্ড অফিসার মোঃনাজমুল হাসান ও এসআই আলামিনের নেতৃত্বে একটি টিম অভিজান চালিয়ে দুজনকে মোঃশাকিল (৩০) ও মোঃ বাচ্চু মৃধা(৪২) কে চুরি হওয়া মালামাল সহ আটক করে। এছাড়া রাঙ্গাবালী থানায় শকিলের বিরুদ্ধে চরি সহ পাঁচটি মামলা রয়েছে। উদ্ধারকৃত মালামাল সমূহ হলো একটি মোবাইল সেট, একটি ভ্যানিটি ব্যাগ,তিনটি বিভিন্ন রঙের সুতি শাড়ি, একটি ব্লুটুথ হেডফোন। এছাড়াও চুরির কাজে ব্যবহৃত একটি লোহার শাবল, লোহা কাটার ২টি হেস্কো ব্লেন্ড, এক বোতল চেতনানাশক ঔষধ(যা রুমালে লাগিয়ে অচেতন করা হয়) তিন পাতা ইজিয়াম ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ছোট বাইশদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামে শাজাহান মিয়া নামক এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরেরা চেতনানাশক ঔষধ ব্যবহার করে অজ্ঞান করে চুরি করে।সেই থেকে আমরা তদন্ত চালাচ্ছি। গোপন সংবাদের ভিক্তিতে, আজ রাত ১১.৩০ মিঃ সময় সেকেন্ড অফিসার নাজমুল ও এসআই আলামিন নেতৃত্বে অভিজান চালিয়ে আমরা চোরকে আটক করতে পেরেছি।শাকিলের বাড়ি থেকে আমরা চোরাইকৃত মালামাল জব্দ করেছি।এছাড়া চুরির কাজে ব্যাবহারকৃত মালামাল পেয়েছি।তার মধ্যে চেতনানাশক ঔষধ ও ছিলো। চুরি মামলা রুজু করা হয়েছে।এখন মামলার প্রস্তুতি চলছে।
|