তথ্যআপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায় প্রকল্প ২ পর্যায়ে উঠান বৈঠক অনুষ্ঠিত
|
![]() নিউজ ডেস্কঃআজ ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টার বরিশাল সদর উপজেলা ও উপজেলা তথ্যকেন্দ্র, তথ্যআপা প্রকল্প (২য় পর্যায়ে) বরিশাল সদর এর আয়োজনে। বরিশাল সদর উপজেলার আস্তাকাঠী জাগুয়া ইউনিয়নে তথ্যআপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায় প্রকল্প ২ পর্যায়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান। বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ বরিশাল সদর উপজেলা এ্যাড. মোঃ মাহবুবুর রহমান মধু, মহিলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা রেহান বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরিশাল সদর ডাঃ সুমী আক্তার, চেয়ারম্যান জাগুয়া ইউনিয়ন পরিষদ বরিশাল সদর মোস্তাক আলম চৌধুরী, সমন্বয়ক তথ্য আপা বরিশাল সদর উপজেলা সুদীপ্তা বড়ালসহ আস্তাকাঠী এলাকায় নারী পুরুষরাসহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন। শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা সংক্ষিপ্ত এক আলোচনায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায় প্রকল্প ২ পর্যায়ের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করে উঠান বৈঠক শেষ করেন। এসময় অংশগ্রহণকারীদের মাঝে যাতায়াত ভাড়া তুলে দেন জেলা প্রশাসক বরিশাল। তথ্যআপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) বরিশাল জেলার ১০ টি উপজেলায় প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
|