আজ তরুন সাংবাদিক রাজিব তাজ’র জন্মদিন।
|
![]() আজ তোমার জন্মদিন, জীবন হোক তোমার রঙ্গীন, সুখ না হয় বিলীন, দুঃখ যেন না আসে কোনদিন, শুভযেন জন্মদিন। মা কে অনেক কষ্ট দিয়ে আজকের এই দিনে এই দুনিয়া এসেছিলে তুমি, তোমার মা হেসেছিলো, কেঁদেছিলে তুমি। এই হলো পৃথিবীতে এমন একটি দিন, যে দিনে ছেলের কান্না দেখে মা হাসে। বলেছিলাম বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাবা মায়ের যোগ্য সন্তান রাজিব তাজ ’র কথা। রাজিব তাজ লেখাপড়া চলা অবস্থায় নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক কষ্টের মাঝ দিয়ে ও তার নিজে ব্যবসায়ী কাজে জড়িত হয়ে পরেন। এবং মিডিয়া জগতে প্রবেশ করেন। বর্তমানে রাজিব তাজ, দৈনিক একুশের সময় অনলাইন নিউজ পোর্টালে সম্পাদক’র দ্বায়িত্ব পালন করছেন। এবং দৈনিক সত্য সংবাদ এর যুগ্ম বার্তা সম্পাদক এর ও দ্বায়িত্ব পালন করেছেন। আমরা দৈনিক একুশের সময়ের সকল পরিবারের পক্ষ থেকে তার সুস্থতা কামনা করি। |